26 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

দিনাজপুরে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

দিনাজপুর করেসপনডেন্ট:

দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার নশিপুর স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম মমতাজ আলী। তিনি কোতয়ালি থানার পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এ ঘটনায় আব্দুল জলিল নামে আরও একজন সহকারী উপ-পরিদর্শক গুরুতর আহত হয়েছেন।

আরো পড়ুন  যেভাবে করুণ মৃত্যু হলো আনসার বাহিনীর দলনেতার

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন জানান, বিকেলে একটি ঘটনার তদন্ত করতে মোটরসাইকেলযোগে মমতাজ আলী ও আব্দুল জলিল দশমাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নশিপুর স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছলে একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে এএসআই মমতাজ আলী মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় এএসআই আব্দুল জলিলকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরো পড়ুন  পুলিশ ট্রাক আটকে রাখায় প্রাণ গেল ৫ লাখ টাকার মৌমাছির
সর্বশেষ সংবাদ