নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি। এ সময় আহত হয়েছেন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স।
বুধবার (৮ মে) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর এলাকায় ফুলপুর-শেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সময় সংবাদকে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ফুলপুরে অবস্থান করছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ভোর পৌনে ৬টার দিকে সিংহেশ্বর ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দিয়ে ফেরার পথে ঢাকা থেকে শেরপুরগামী যাত্রীবাসী বাসের সঙ্গে ওই ইউএনও’র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক।