19 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

ব্রাজিলে ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ৭৫

ভয়াবহ বন্যার কবলে পড়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চল। ঘটেছে ভূমিধসের ঘটনাও। দুর্যোগকবলিত অঞ্চলে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। এতে গত সাত দিনে অন্তত ৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ১০০ জনের বেশি।

এ ছাড়া প্রায় ৮৮ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন। রোববার (৫ মে) আল জাজিরার খবরে এসব বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, রিও গ্র্যান্ডে ডু সুল রাজ্যটির অবস্থা ভয়াবহ। এর পোর্তো আলেগ্রি নগর বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এখানকার বাঁধগুলো উপড়ে শহরে পানি প্রবেশ করেছে।

আরো পড়ুন  আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ মুগ্ধর করুণ মৃত্যু নিয়ে যা লিখল মার্কিন সংবাদমাধ্যম

এখানকার গুয়াইবা নদীর পানির স্তরের উচ্চতা ৫.০৪ মিটার ছাড়িয়েছে। যা ১৯৪১ সালের ঐতিহাসিক ধ্বংসাত্মক বন্যার রেকর্ড ছাড়িয়ে গেছে বলে দাবি করছে স্থানীয় কিছু সংবাদমাধ্যম।

এ পরিস্থিতে বন্যাকবলিত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অন্ধকারে থাকতে হচ্ছে বাসিন্দাদের।

অপেক্ষাকৃত নিচু এলাকার বসতঘরের রান্নাঘর ডুবে গেছে। লোকজনকে আগে থেকে প্রক্রিয়াজাতকৃত খাবার খেতে হচ্ছে। অনেকে শুকনো খাবার খেয়ে দিন পার করছেন।

আরো পড়ুন  রাশিয়ার ভয়ংকর প্রযুক্তি গিলে নিচ্ছে বিমানের সিগন্যাল

শহরে পণ্য সরবরাহও প্রায় বন্ধ। এতে খাদ্য সংকটও দেখা দিচ্ছে।

তেমনি তীব্র হয়েছে বিশুদ্ধ পানির সংকট। স্থানীয় প্রশাসনের হিসাবে ১০ লাখের বেশি মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত রয়েছে। এতে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে কর্তৃপক্ষ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। কিন্তু চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তা ব্যহত হচ্ছে।

আরো পড়ুন  অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিষয়ে যা বলল জাতিসংঘ

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রোববার দ্বিতীয়বারের মতো রিও গ্র্যান্ডে ডু সুল পরিদর্শন করেছেন। তিনি দুর্যোগের পূর্বপ্রস্তুতির ওপর জোর দেন। আশ্বাস দেন, ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে তা অনুমান করে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হবে। বন্যাকবলিত অঞ্চলে সর্বাত্মক উদ্ধার অভিযান চলছে বলে জানান প্রেসিডেন্ট।

সর্বশেষ সংবাদ